মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৮:২৭ এএম

রাজধানীর টিকাটুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টিকাটুলির ওয়ারীর হাটখোলা রোডের মামুন প্লাজা ভবনের তৃতীয় তলায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। তবে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকাল সাড়ে সাতটার দিকে বলা হয়, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির তথ্য পরে জানাবে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ্ উদ্দিন বলেন, গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কেমিক্যালগুলো দাহ্য, বিস্ফোরণ এবং বিপজ্জনক। মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নি। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে। তবে কেউ হতাহত হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায় নি।

ভবনে মোট ৪৪ টি ফ্ল্যাট ছিল জানিয়ে তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব না। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ভবনের অনুমোদন ছিল কিনা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।

এর আগে ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। জানা গেছে, ১২ তলা বিল্ডিংয়ের ৩য় তলা পর্যন্ত প্যারাডাইস সাইন্টিফিক লিমিটেড কেমিক্যাল গোডাউন ছিল। তার ওপরে আবাসিক বিল্ডিং। সেখানকার বাসিন্দাদের নিরাপদে নিচে নামানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে