
		উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গেছে কয়েকদিন, কিন্তু এখনও সিএমএইচের (সম্মিলিত সামরিক হাসপাতাল) মর্গে পড়ে রয়েছে ছয়টি অজ্ঞাত লাশ। নিহতদের কাউকেই এখনও শনাক্ত করা যায়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে এসব লাশ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুত সিআইডির ল্যাবরেটরিতে তা পরীক্ষা করা হবে।
এদিকে যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনকে খুঁজে পাচ্ছে না, তাদের মালিবাগে সিআইডি কার্যালয়ে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নমুনা মেলে গেলে দ্রুত পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত কেবল একটি পরিবার নমুনা প্রদান করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্তব্য করুন