
		রাজধানীর মিরপুরে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকদের জন্য দোয়া মাহফিল হয়েছে। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন মিরপুর শাখায় এই দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার বিকেলে সেনপাড়া মারকাজুল ইলমী ইসলামী মাদ্রাসা কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাগফিরাত কামাল করছি । এই নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোন শিক্ষার্থীর না হয়। শিক্ষিকা মাহারিন চৌধুরী যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি। অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় আহত ও শহীদদের ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের গভীর শোক প্রকাশ এবং মাগফিরাত কামনা করছি, বিশেষ করে শিক্ষিকা মাহারিন চৌধুরী যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি। শাইখ মুফতি মোঃ মাহবুবুর রহমান বিননূরী আল কাসেমী হাফিজাহুল্লাহ বলেন, মাইলস্টোন স্কুলের ছাত্র ছাত্রী রা আহত হয়েছে নিহত হয়েছে, কেউ শহীদ হয়ে কবরে আছেন, আবার কেউ আছেন হাসপাতালে। আমরা শুধু এখানকার আমরাই নই বরং গোটা দেশবাসী তাদের জন্য দিল থেকে দুআ করবো।আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আর যারা হাসপাতালে আছেন আল্লাহ সকলে অতি তাড়াতাড়ি শিফা ও আরগ্য দান করে আবারো নিজ শিক্ষাংগনে ফিরে আসার তাওফীক দিন।সাথে সাথে যারা দুআয় শরীক হয়েছেন সকলের মা বাবাকে আল্লাহ মাফ করে দিন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন বৃহত্তর মিরপুর শাখার সভাপতি শাইখ মুফতি মোঃ মাহবুবুর রহমান বিননূরী আল কাসেমী হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোষ্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, মীরপুর থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন