
		রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় রফিক নামের একজন আহত হয়েছেন। হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইমরান (৪৮) ও সিএনজি চালক শহিদুল (৫০)।
ফায়ার সার্ভিস জানায়, হানিফ ফ্লাইওভারের উপরে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ও একজন যাত্রী মারা যান।
এ ঘটনায় আহত রফিক নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন