
		কাজী অলিদ ইসলাম ও বাইজীদ বোস্তামী নামে টাঙ্গাইলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে রাজধানী ঢাকার পৃথক জায়গা থেকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, বাইজীদ বোস্তামীকে আজ দুপুরে ভাটারা থানা এলাকা থেকে এবং কাজী অলিদ ইসলামকে গত সোমবার ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে কাজী অলিদ ইসলাম রয়েছেন।
গ্রেপ্তার কাজী অলিদ ইসলাম বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাইজীদ বোস্তামী টাঙ্গাইল শহর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, বাইজীদ বোস্তামীর বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ইতিমধ্যে ওয়ারেন্ট বের হয়েছে। বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল কোর্টে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন