
		রাজধানী আকাশে আজ সকালে দেখা মিললো হালকা কুয়াশার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরে গেলেও আকাশ মেঘে আচ্ছন্ন রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঢাকার কয়েকটি এলাকায় গুমোটভাবও দেখা দিয়েছে।
বর্ষাকালে রাতের আকাশ পরিষ্কার থাকলেও সকালে অনেক সময় কুয়াশার মতো ভাব দেখা দিতে পারে। এ কারণেই আজ ভোরে ঢাকায় হালকা কুয়াশা দেখা গেছে।
মন্তব্য করুন