মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

শনিবার (০৪ অক্টোবর) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি। রবিবার থেকে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে গেলে কর্মচাঞ্চল্যে সরগরম হয়ে উঠবে পুরো শহর।

সায়েদাবাদ বাস টার্মিনালে সরকারি অফিসে কর্মরত এক নারী বলেন, ‘বড় ছুটি হওয়ায় ঈদের মতোই ঢাকায় ফিরতি যাত্রীর চাপ রয়েছে। দুর্ভোগ এড়াতে সকাল সকাল ঢাকায় ফিরেছি।’

রাজশাহী থেকে পূজা সেরে ট্রেনে ঢাকায় ফেরা এক যাত্রী জানান, বছরে একটি ঈদ আর পূজাতেই গ্রামে যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই মিলে বাড়িতে আসেন। তাই এ সময়টা অনেক আনন্দে কাটে। মঙ্গলবার অফিস শেষ করে বাড়ি গিয়েছিলাম। এখন অফিস করতে হবে বলে আজ ঢাকায় ফিরেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি, আনন্দ নিয়েই পূজা উদযাপন করতে পেরেছি।

সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত ছুটি রয়েছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) দুর্গাপূজার ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। তাই সরকারি অফিস আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে পুনরায় শুরু হবে।

কমলাপুর রেলস্টেশনসহ ঢাকার বড় রেলস্টেশনগুলোতে সকালে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ট্রেন থেকে নামার পর দ্রুত স্টেশন ত্যাগ করছেন যাত্রীরা। রাজধানীতে প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালেও ছিল একই দৃশ্য। বাস থেকে নামা যাত্রীদের বেশিরভাগই ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে গন্তব্যের পথে ছুটছিলেন। সায়দাবাদ এলাকায় দেখা গেছে, টার্মিনাল থেকে বের হওয়ার পর যাত্রীরা রিকশা ও অটোরিকশার খোঁজে হিমশিম খাচ্ছেন। রাস্তায় অটোরিকশার সংখ্যা বেশি হলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে