
		রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে গত ৮ অক্টোবর রাতে স্বর্ণের দোকানে চুরির ঘটনার প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবিপ্রধান শফিকুল ইসলাম পুরো চুরির চাঞ্চল্যকর ঘটনা বর্ণনা করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ তিন মাস রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা, শাবল মার্কেটে রেখে আসে। পরে রাতে মার্কেটের তৃতীয়তলার বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহীন ভেতরে ঢোকে। পরে তারা শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
স্বর্ণালংকার চুরির ঘটনায় সরাসরি অংশ নেয় তিনজন। তাদের মধ্যে দুজন রশি বেয়ে ভবনের ভেতরে ঢোকে। অপরজন ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করে। চুরি শেষে তিনজনই দ্রুত সটকে পড়ে। পরবর্তী সময়ে চুরি করা স্বর্ণালংকার চোরচক্রের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
তিনি আরও জানান, চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে বেড়ায়। চক্রের এক সদস্যের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরির বেশি স্বার্ণালংকার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকেও সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার চুরির শিকার হওয়া শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
কঠোর নিরাপত্তার মধ্যেও এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে। এর আগে আগে ৫ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ীতেও লিলি জুয়েলার্স থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি হয়। পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিল।
মন্তব্য করুন