
		নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের সাথে জাতীয় ঐকমত্য কমিশনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবাবর (২৫ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনস্থ ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক বিষয় তুলে ধরা হয়।
বৃহত্তর নোয়াখালীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিকতা এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশের জাতীয় অর্থনীতিতে নোয়াখালীর অবদান সবচেয়ে গুরুত্বের সাথে তুলে ধরা হয়। কমিশনের সদস্যবৃন্দ অত্যন্ত ধৈর্য্যের সাথে নোয়াখালী জেলা সমিতি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন।
কমিশনের সদস্যবৃন্দ ঐকমত্য পোষণ করে নোয়াখালী বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দকে আস্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনার করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণ শুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকারকে সুপারিশ করবে।
উক্ত সভায় সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়াও নোয়াখালী বিভাগ আন্দোলনের পক্ষ থেকে নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক, সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খুরশীদ আলম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: মোজাম্মেল হোসেন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ প্রমুখ।
মন্তব্য করুন