মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

স্ত্রীসহ শ ম রেজাউলের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রী ও তার স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৮৬ লাখ ১১ হাজার ৪২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৮২৯ টাকা জমা ও ৩ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৫৫ টাকা উত্তোলনসহ মোট ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৮৩৪ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধে শ. ম রেজাউল করিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) (৩) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার ৩৯৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে শ. ম রেজাউল করিমের স্ত্রী ফিরোজা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
আসাদুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ / ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার 
চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার 
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক