মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

এতিমের নামে প্রকল্পে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:২৭ এএম

মাবুদ আজমী: এতিমের নামে নাম সর্বস্ব প্রকল্প বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশ ও প্রযুক্তিগত মনিটরিং ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক থাকাকালীন দায়সারা কাজ করেই বিপুল অংকের এই অর্থ আত্মসাত করেছেন তিনি। এতে ৮৫টি শিশু পরিবারের জন্য একটি ঘর, স্টিলের গেট ও কয়েকটি সিসি ক্যামেরা দিয়েই প্রকল্পের খরচ দেখানো হয়েছে ৪৫ কোটি টাকারও বেশি। সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এতিম শিশুদের লালন পালনে সারাদেশে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে রয়েছে সরকারি শিশু পরিবার। এসব এতিম শিশু পরিবারের সুরক্ষার নামে নিয়ন্ত্রিত প্রবেশ ও প্রযুক্তিগত মনিটরিং ব্যবস্থাপনার একটি প্রকল্প হাতে নেয় সমাজ সেবা অধিদপ্তর। যার পুরোটাই অপরিকল্পিতভাবে নেয়া হয়েছে।

প্রকেল্পর তথ্য বলছে, সারাদেশে ৮৫টি সরকারি শিশু পরিবারের জন্য ২০২১ সালে ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত এ প্রকল্পের খরচ দেখানো হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকা।

বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়, ৮৫টি শিশু পরিবারের জন্য এমন ছোট ছোট ঘর, এরমধ্যে একটি এসএস স্টিলের গেট, কয়েকটি সিসি ক্যামেরা ও সোফা রয়েছে। আর এতেই প্রতিটি ঘরের খরচ দেখানো হয়েছে অর্ধকোটি টাকারও বেশি।

অথচ এমন প্রকল্পে কাজ করা অন্যান্য ঠিকাদাররা বলছেন, ছোট্ট এই ঘর ও সিট্ িক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র মিলে প্রতিটিতে ১০ লাখ টাকার বেশি খরচ হয়নি। তাহলে কিভাবে এতো টাকা খরচ হলো প্রকল্প পরিচালকে কাছে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি প্রকল্প পরিচালক জাহাঙ্গীর কবীর।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ের জঞ্জাল দূর করতে কিছু সময় লাগবে।

এতিম ও দুস্থদের নামে প্রকল্প বানিয়ে অর্থ আত্মসাতের আর কোন সুযোগ দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন সমাজসেবার মহাপরিচালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
আসাদুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ / ব্রামার নির্বাচন ঠেকাতে তৎপর একটি চক্র
চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার 
চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার 
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
টিউলিপের আয়কর ও ফ্ল্যাটের নথি জব্দ
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক