মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ২০৬

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ)ফলাফল প্রকাশ করেছে । এতে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এই ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদমাধ্যম, পিএসসির ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকেই মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নির্ধারিত দিনে কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বোর্ডে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে।

একইসাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদেরকে BPSC Form-1 (Applicant's Copy) এর সঙ্গে নির্ধারিত কিছু কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি বোর্ডে জমা দিতে হবে। জমা দিতে হবে সদ্য তোলা তিন কপি রঙিন সত্যায়িত ছবি, এসএসসি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্ট ও মার্কশিট, জন্মতারিখ প্রমাণে এসএসসি বা সমমানের সনদ (ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণদের জন্য জন্মতারিখযুক্ত দালিলিক প্রমাণ), বিদেশি ডিগ্রি থাকলে সমমানের স্বীকৃতি সনদ এবং এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য বিএমডিসির নিবন্ধন সনদ। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে পরীক্ষা নিয়ন্ত্রক বা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে, যা পরীক্ষার শুরুর ও শেষের তারিখসহ হতে হবে। প্রার্থীর ওজন, উচ্চতা এবং বুকের মাপ সংক্রান্ত বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের প্রত্যয়নপত্র, যেটিতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকবে, সেটিও জমা দিতে হবে। কমিশনের তথ্য অনুযায়ী, ফলাফল সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে জানার জন্য PSC 48 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ তথ্য জানিয়ে ফিরতি বার্তা পাঠানো হবে। যেমন, PSC 48 123456 Send to 16222।

এছাড়াও, যেসব প্রার্থী পূর্বে ৪৬তম বা ৪৭তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন, তাদেরকে অবশ্যই ২৩ জুলাই ২০২৫ এর মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/jstW39S12eWi9oBk6) পূরণ করে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ