মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
মাইলস্টোন ট্রাজেডি

বিচারের দাবিতে নিহত শিক্ষার্থীদের অভিবাবকদের মানববন্ধন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম

উত্তরায় মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছে নিহত শিক্ষার্থীদের অভিবাবকরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মানববন্ধন শুরু হয়। অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন

অভিভাবকরা বলেন, ট্র্যাজেডির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত ও বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই৷ স্কুলের বাধ্যতামূলক কোচিং করানোর তীব্র বিরোধিতা করেন তারা।

তারা আরও বলেন, কোচিংয়ের জন্য কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালানো হতো। সারাদেশে এই বাণিজ্য বন্ধের দাবি জানান বিক্ষুব্ধ অভিভাবকরা। এসময় মানববন্ধন থেকে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে ৮ দফা দাবি জানান অভিবাবকরা। সেগুলো হলো:

১. সুষ্ঠ তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। ২. সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। ৩. সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতি পূরণ (জরিমানা) এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে। ৪. স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। ৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে (অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে)। ৬. কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে (মিস খাদিজা) ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তার সুষ্ঠ বিচার করতে হবে। ৭. স্কুলের সি.সি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। ৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ