মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাকসুর মনোনয়ন ফরম বিতরণ বন্ধ ঘোষণায় নাখোশ শিবির

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও মঙ্গলবার রাত ১২ টার দিকে অনিবার্য কারণে তা বন্ধের নোটিশ দেয় রাবি কর্তৃপক্ষ।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’

হঠাৎ রাকসু কমিশনের এ সিদ্ধান্তে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (২০ আগস্ট) রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শামীম পাটোয়ারীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্বেগ ও প্রতিবাদ জানান সংগঠনটি।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ রাকসুর মনোনয়ন ফরম বিতরণ স্থগিত করায় অসন্তোষ প্রকাশ করেন।

তবে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টানা ধর্মঘট ও সরকারি ছুটির কারণে রাকসু মনোনয়ন ফরম বিতরণ বন্ধ রাখার কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আমজাদ হোসেন।

তিনি বলেন, খুব দ্রুত ফরম বিতরণ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে বলে নিশ্চিত করেছে রাবি প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ