
		রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শনিবার (১৩ সেপ্টেম্বর)। বিকেল পাঁচটা পর্যন্ত। আগামী রবিবার চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করার পর তাদের প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, যারা মনোনয়ন প্রত্যাহার করতে চান তাদের স্বশরীরে এসে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
উত্তরাঞ্চলের বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘোষিত হয়েছে ৯টি প্যানেল। তারমধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া অন্য কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর রাজপথ কাঁপিয়ে বেড়ানো সমন্বয়করা একইসাথে প্যানেল গড়বে এমন ধারণা করা হয়েছিল। কিন্তু তাদের কয়েকজনের রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ায় এবং নিজেদের মধ্যে ‘বনিবনা’ না হওয়ায় শেষ পর্যন্ত সে ধারণা প্রায় ভেস্তে যায়।
কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষিত ৯টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যা ডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।
মন্তব্য করুন