মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাকসুর ভিপি নির্বাচিত হলেন জিতু, জিএস মাজহার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ এ তথ্য জানান। এর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় এ দীর্ঘ সময় লেগেছে।

তিনি বলেন, লাভ-লোকসান দেখে কাজ করছি না, বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছি। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন ৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ