মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
চাকসু নির্বাচন

প্রথম দিনে মনোনয়ন নিলেন ২৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এর প্রথম দিনে ২৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন ৭ জন। নির্বাচনের দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। আরেকটি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের একাংশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে সংগৃহীত ২৮টি মনোনয়নপত্রের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জন্য ২৬টি এবং হল সংসদের জন্য দুইটি বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সহসভাপতি (ভিপি) পদের জন্য। এ পদের জন্য ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগ্রহী প্রার্থীরা ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। চাকসু নির্বাচনের মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা।

এর আগে গত ২৮ আগস্ট নির্বাচন কমিশন চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, যেখানে ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

ডোপটেস্টসহ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বেলা ৩টা। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ