মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্কট ও কর্মক্ষেত্রে প্রকৌশলীদের ভূমিকা সংকুচিত করার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর সাতরাস্তা মোড়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে সাতরাস্তা মোড় এবং আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। গাড়িগুলো ধীরগতিতে চলতে থাকে, অনেক পথচারীকে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভাবশালী গোষ্ঠী কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে প্রকৌশল পেশায় প্রবেশের পথ সংকুচিত করছে। এ ছাড়া চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

এক শিক্ষার্থীর ভাষায়, শক্তিশালী একটি সিন্ডিকেট কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে। তারা আমাদের পথ বন্ধ করে দিচ্ছে। এই অবিচার আমরা আর সহ্য করব না। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এর আগে, তারা যেসব ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন, এবারও সেই একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ