মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে থাকছে কড়া নজরদারি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে থাকছে কড়া নিরাপত্তা ও নজরদারি। বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত, যেখানে দায়িত্ব পালন করবেন পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, এনএসআই ও সেনাবাহিনীসহ মোট ৩৫০ জন নিরাপত্তা সদস্য।

নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা। কেন্দ্রের বাইরে বড় পর্দায় সরাসরি ভোটগ্রহণ প্রক্রিয়া দেখতে পারবেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এতে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে তা সবার সামনে ধরা পড়বে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও শৃঙ্খলা কমিটির কর্মকর্তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গবিসাসের সঙ্গেও একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন বলেন, ঘোষিত ১৩ ধাপের মধ্যে ১১টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন বাকি শুধু ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ। তিনি জানান, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে ৩৫০ জন নিরাপত্তা সদস্য দায়িত্বে থাকবেন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে, পাশাপাশি থাকবে কুইক রেসপন্স টিম।

প্রধান রিটার্নিং অফিসার জানান, মোট ১৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। বিভাগভিত্তিক শিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার ও চারজন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এরমধ্যে দুজন কর্মকর্তা ওই বিভাগের বাইরের হবেন। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে হাতে গোনা ভোট গণনা হবে এবং নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করবে।

তিনি আরও জানান, ভোটের দিন শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে হলে অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। বিভাগীয় শিক্ষকের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে। ভোটার তালিকা অনুযায়ী শনাক্তকরণের পর ভোটারকে ব্যালট পেপার দেওয়া হবে এবং স্বাক্ষর নেওয়ার পর ভোট দেওয়ার সুযোগ পাবেন।

শৃঙ্খলা কমিটির প্রধান মো. শাহ আলম বলেন, নির্বাচনের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইলে রাষ্ট্রীয় আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নিরাপত্তাবাহিনী সার্বক্ষণিক উপস্থিত থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে।

গকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম বলেন, ইতোপূর্বে তফসিল অনুযায়ী অধিকাংশ কার্য সম্পন্ন হয়েছে। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ ও গণনা চলবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল ব্যবস্থাই নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ