মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে খুলছে স্কুল

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বুধবার খুলেছে। প্রাথমিক বিদ্যালয় খুলেছে সোমবার। আগামী রবিবার সরকারি বেসরকারি কলেজগুলোতে ক্লাস শুরু হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি শুরু হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর থেকে।

রাজধানীর বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবু বুধবার সকালে বলেন, "সকাল থেকে আমরা শুরু করেছি। শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো। "আমরা আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করেছি। এখন যেহেতু ডেঙ্গু ও চিকুনগুনিয়া, তাই স্কুলের বিভিন্নস্থান মশা মারার ওষুধ দেওয়া হয়েছে।"

দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও ছুটিও শুরু হয়েছিল ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত ছুটির পর ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার। ফলে কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।

রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার উচ্চ মাধ্যমিকের শিক্ষক মেজবাহুল ইসলাম প্রিন্স বুধবার সকালে বলেন, "সকাল থেকে আমাদের স্কুল শাখার ক্লাস শুরু হয়েছে। কলেজের ক্লাস শুরু হবে রবিবার।"

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলো ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছিল। বুধবার এ প্রতিষ্ঠানগুলোও খুলেছে।

অপরদিকে ১ অক্টোবর থেকে ছুটিতে থাকা এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পর্যায়ের কারিগরি কলেজগুলো এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো খুলেছে সোমবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ