মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ভোটকেন্দ্র ফাঁকা। তবে ডিনস কমপ্লেক্স, শহীদুল্লাহ কলা ভবন ও জুবেরী ভবনে শিক্ষার্থীদের কিছুটা লাইন দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৯৯০ সালে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর আর শিক্ষার্থীরা তাঁদের ভোটে নির্বাচিত প্রতিনিধি পাননি। বিভিন্ন সময় শিক্ষার্থীরা রাকসু সচলের দাবিতে আন্দোলন করলেও প্রশাসনের কানে ওঠেনি। দীর্ঘ ৩৫ বছর পর এই ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ প্রার্থীর পক্ষে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস-এজিএসসহ ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন। সিনেট সদস্য প্রতিনিধির পাঁচটি প্রদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন। আর ১৭টি হল সংসদের ২৫৫ পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৫৫৫ জন।

মোট ভোটারের ৩৯ দশমিক ১ শতাংশ ছাত্রী এবং ৬০ দশমিক ৯ শতাংশ ছাত্র। ছয় পৃষ্ঠার ব্যালটে ভোটাররা ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের জন্য ৯টি একাডেমিক ভবনে ১৭টি ভোটকেন্দ্র করা হয়েছে। ৯৯০টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে।

এগুলোর মধ্যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ১৫০টি, রবীন্দ্র ভবনে ১৫০, মমতাজউদ্দিন কলা ভবনে ৭৫, সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনে ১০০, ড. শহীদুল্লাহ কলা ভবনে ৬৫, জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ১৩০, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে ১২০, কাজী নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে ১০০ এবং জুবেরী ভবনে ১০০টি বুথ রয়েছে।

এই নির্বাচনে প্রার্থীদের ১১টি প্যানেল রয়েছে। আলোচনায় আছেন ভিপি পদের প্রার্থী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। জিএস পদে ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজার সঙ্গে লড়াই হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ