মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
এইচএসসির ফল

আলোচিত সেই আনিসা ২ বিষয়ে ফেল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

মায়ের অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে সময়মতো পৌঁছাতে না পারা আলোচিত শিক্ষার্থী আনিসা আহমেদ আরিফা ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস—এই দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আনিসার 'গল্প' সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরীক্ষার দিন (২৬ জুন) সকালে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আনিসা পরীক্ষাকেন্দ্রে না গিয়ে মাকে নিয়ে ছুটে যান চিকিৎসকের কাছে। ওইদিন ছিল বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাকে চিকিৎসকের চেম্বারে রেখে সকাল ১০টার পর বের হলেও পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়, ফলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

আনিসা জানিয়েছিলেন, একদিকে ছিল আমার মা, অন্যদিকে পরীক্ষা। আমি জানতাম মা ছাড়া আমার কেউ নেই। তাই মাকে রেখে পরীক্ষা দিতে পারিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ