
		দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এই শিক্ষাবোর্ডে এবার পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।
তবে গত বছরের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা। আর বরাবরের মত এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, যে সংখ্যা ২০২৪ সালে ছিল ৬৫টি।
তবে সারা দেশের পাশ শূন্য ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ৪৩টি কলেজ। দিনাজপুর বোর্ডে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি।
আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে। শূন্য পাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি।
মন্তব্য করুন