
		কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (১৯ অক্টোবর) এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মূলহোতা সিফাত ও আবরারসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
কোতয়ালী মডেল থানা, গোয়েন্দা পুলিশ ও র্যাব নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মন্তব্য করুন