
বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
পূর্বঘোষণা অনুযায়ী রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে সারাদেশের মতো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাতেও এ কর্মবিরতি শুরু হয়েছে।
উপজেলার ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বিদ্যালয়ে এলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। ফলে কেউ মাঠে খেলাধুলায় মেতে উঠেছে, আবার কেউ ক্লাসরুমে বসে শিক্ষকদের অপেক্ষায় সময় কাটাচ্ছে।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন কাঠামো সংশোধন ও পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও জানান তারা।
অন্যদিকে, হঠাৎ করে পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই সরকার দ্রুত বিষয়টি সমাধানে এগিয়ে আসবে-এই প্রত্যাশা জানিয়েছেন তারা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত কয়েক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ আজ থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে সাড়ে ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে।
মন্তব্য করুন