শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

আজও কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

বেতন দশম গ্রেডে দেওয়াসহ তিন দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলমান থাকবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মু. মাহবুবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে রবিবার (৯ নভেম্বর) রাতে অ্যাসিস্ট্যান্ট টিচার্স অব জিপিএস বিডি ফেসবুক পেজে অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

মু. মাহবুবর রহমান বলেন, ‘আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দুইটাই চলবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

এর আগে রবিবার(৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। তবে রাতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, ‘গোয়েন্দা সংস্থা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয়ের চাপের মুখে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল।’

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় তাদের দাবিগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি সভা রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

সহকারী প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হল, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
‘কারো প্রতি অভিযোগ নেই’ বার্তা রেখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
‘কারো প্রতি অভিযোগ নেই’ বার্তা রেখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি