শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

‘কারো প্রতি অভিযোগ নেই’ বার্তা রেখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওমর ফারুক সুমন নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

মৃত্যুর আগে সুমন একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন: আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।

নগরের খুলশী ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সেখানে তিনি মামার বাসায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ঘটনার সময় বাসায় দুই ভাই ছাড়া আর কেউ ছিলেন না। সুমনের মামার পরিবার বর্তমানে তুরস্কে অবস্থান করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একা ছিলেন। বিকেল ৪টার দিকে তিনি ভাইকে ফোন করে জানতে চান কোথায় আছেন এবং ফিরতে কতক্ষণ লাগবে। বড় ভাই জানান, কিছুটা দেরি হবে। এরপর বড় ভাই ফোন দিলে সুমন আর কল রিসিভ করেননি।

পরে পরিবারের পক্ষ থেকে সুমনের মায়ের ফোনও না ধরায় বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে বাসায় খোঁজ নিতে বলেন। কলিং বেল বাজিয়েও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি বড় ভাইকে জানানো হয়। বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কারণ হিসেবে অনেকেই অনেক কিছু বলছে। লাশ পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে। তদন্তের পরে আমরা সব জানতে পারব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি
ঢাবিতে শীতকালীন ছুটি আরও দুই দিন বাড়লো 
ঢাবিতে শীতকালীন ছুটি আরও দুই দিন বাড়লো