
উজিরপুরে সরকারি বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকস্মিক পরিদর্শনে এলে দুই শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে শোকজ করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বরিশালে বামরাইল ইউনিয়নের আটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এইদিন স্কুলে অনুপস্থিত থাকা দুই শিক্ষক হলেন সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান ও মাসুমা আক্তার।
আকস্মিক পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ প্রদান করেন। তখন তাৎক্ষণিক ওই দুই শিক্ষককে শোকজ করেন কর্তৃপক্ষ।
মন্তব্য করুন