শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

১১তম গ্রেড পাবেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম

১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা পেয়ে অবশেষে সব কর্মসূচি স্থগিত করেছে প্রাথমিক সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) রাতে সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তারা সরকারের প্রতি আস্থা রাখছেন এবং সে কারণেই সব কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ইতোমধ্যে শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক ধাপ করে বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামো:

সহকারী শিক্ষক: ১৩তম গ্রেড (১১,০০০ টাকা) থেকে উন্নীত হয়ে ১১তম গ্রেড (১২,৫০০ টাকা) প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬৬ হাজার, যেখানে শিক্ষক আছেন ৩.৫ লাখের বেশি।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউএপিইও): ১০ম গ্রেড (১৬,০০০ টাকা) থেকে ৯ম গ্রেড (২২,০০০ টাকা) করা হবে। এই পদে আছেন ২,৬০৭ জন কর্মকর্তা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও): ৯ম গ্রেড (২২,০০০ টাকা) থেকে ৮ম গ্রেড (২৩,০০০ টাকা) প্রস্তাব করা হয়েছে, পদসংখ্যা ৫১৬ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও): ৭ম গ্রেড (২৯,০০০ টাকা) থেকে ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০ টাকা) উন্নীত করার প্রস্তাব রয়েছে, এ পদে আছেন ৬৮ জন কর্মকর্তা।

বিভাগীয় উপপরিচালক: ৫ম গ্রেড (৪৩,০০০ টাকা) থেকে উন্নীত হয়ে ৪র্থ গ্রেড (৫০,০০০ টাকা) করার সুপারিশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা শুরু
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
অনুপস্থিত থাকার দায়ে সরকারি বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ
‘কারো প্রতি অভিযোগ নেই’ বার্তা রেখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
‘কারো প্রতি অভিযোগ নেই’ বার্তা রেখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি
স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন বিজ্ঞপ্তি