
সুনামগঞ্জে স্কুল ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে আহত করায় সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভায় ফারুক আহমেদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
এর দিন আগে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্রেণিকক্ষে ডাস্টার দিয়ে আঘাত করেন প্রধান শিক্ষক ফারুক আহমেদ। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।
এসময় বিষয়টি নজরে আসে স্কুল কমিটি ও প্রশাসনের। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, প্রবিধানমালা, ২০২৪ এর ৫৩(৭) অনুচ্ছেদের আলোকে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়।
অফিস আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে ফারুক আহমেদ বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
মন্তব্য করুন