বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জাকসু: অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে উপাচার্যসহ নির্বাচন কমিশন অবরুদ্ধ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

আদালত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল বহাল রাখার প্রতিবাদে ও প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবিতে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাতভর অবরুদ্ধ করে রাখে সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী ও সমর্থকরা।

গতকাল মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রার্থীতা ফিরিয়ে দেয়ার দাবিতে সম্প্রীতির ঐক্যের প্রার্থীরা নির্বাচন কমিশনের সামনে জমায়েত হয়। ফলে সিনেট হলের ভেতরে আলোচনায় বসতে বাধ্য হয় উপাচার্য ও নির্বাচন কমিশন। পরবর্তীতে রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৪টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন তারা। ভোর সাড়ে ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীসহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে কিছুক্ষণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে দেওয়া হয়। শেষে সকাল পৌনে ছয়টার দিকে উপাচার্য তাঁদের সিদ্ধান্ত জানাবেন-এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

অমর্ত্য রায় জন জাবির প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি। নিয়মিত ছাত্রত্ব না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কয়েক দিন পর তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন অমর্ত্য।

পরে মঙ্গলবার দুপুরে হাইকোর্টের এক বেঞ্চ জাকসু নির্বাচন কমিশনের দেওয়া অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের আদেশ অবৈধ ঘোষণা করে। এর পরে এর বিরুদ্ধে চেম্বার জজের আদালতে আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে। এতে তার নির্বাচনে লড়ার পথ বন্ধ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির
চূড়ান্ত ফল ঘোষণা / রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির