মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ডাকসুতে বিজয়, শিবিরকে অভিনন্দন জানাল জাতীয় পার্টি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের যৌথ সভায় এই অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বক্তব্যে আনিসুল বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয়- সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।

সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ডাকসুতে বিজয়ী হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাকসুতে মানুষের ভালোবাসা বিজয় হয়েছে। সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্রশিবির বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

হাওলাদার বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দম্ভ করলে কিভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির
চূড়ান্ত ফল ঘোষণা / রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির