বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জাকসু ভোটের ফল ঘোষণার সময় নিয়ে যা জানা গেল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার দুপুর গড়ালেও ভোট গণনা শেষ হয়নি। তবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ফলাফল প্রকাশের আশ ব্যাক্ত করেছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে নেয়া হয়। ভোট গণনা শুরু হয় রাত ১০টার কিছু পরে। কিন্তু রাত পেরিয়ে সকালেও ফল প্রকাশের সময় নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি। সবার আগে কাজী নজরুল ইসলাম এবং মীর মশাররফ হোসেন হলের ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়। পরে আ ফ ম কালাম উদ্দিন হল, শহীদ জননী জাহানারা ইমাম হলসহ আরেকটি হলের ব্যালট বাক্সও খুলে গণনা শুরু হয়।

প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল সেগুলো কাটিয়ে উঠতে পেরেছেন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা আশা করছি যে এই প্রস্তুতি নেওয়ার ফলে এবং আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমরা সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব। এর আগে গতকাল রাতে তিনি জানিয়েছিলেন, শুক্রবার দুপুরের মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা সম্ভব হবে।

কিছু প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ওএমআর মেশিনের বদলে হাতে ভোট গণনার সিদ্ধান্ত সময় একটু বেশি লাগবে বলে বক্তব্য তার। শুক্রবার সকালে বাড়তি লোক আনার পর ভোট গণনার কাজে কিছুটা গতি আসলেও দুপুরে জুমার নামাজ ও খাবারের বিরতির সময় স্বাভাবিকভাবেই সে কাজে বিরতি পড়ে। ফলে বাকি থাকা চার হলের ভোট গণনায় বিলম্ব দেখা দেয়।

এ নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। ভোট গণনা পরিস্থিতি সরাসরি বিশ্ববিদ্যালয়জুড়ে বেশ কয়েকটি স্ক্রিনে দেখানো হচ্ছে। তবে সেখানে ভোটের ফলের কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

এদিকে আজ সকালে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা চারুকলা অনুষদের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর সিনেট ভবনে ভোট গণনার কাজ চলছে শোকের আবহে। শিক্ষার্থীরা বেশিরভাগই হলে থাকায় ক্যাম্পাস অনেকটাই ফাঁকা।

৩৩ বছর পর প্রায় ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয়। নানারকমের ঘটনা ও অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট নিয়ে আগের কয়েকদিন যে উৎসাহ এবং দিনের শুরুর দিকে উত্তেজনা ছিল ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করায় সেই আমেজের অনেকটাই ভাটা পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
নির্বাচনে যেসব তারকা বিএনপির মনোনয়ন আলোচনায়
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
ব্রামার আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির
চূড়ান্ত ফল ঘোষণা / রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার,এজিএস সাব্বির