রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এই অনুরোধ জানান তিনি।

আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।

তিনি বলেন, তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। তফসিল এবং ভোটের তারিখ এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ নেই। কমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম করা হয়নি।

সিনিয়র সচিব জানান, কেউ যদি তারিখ জানিয়ে থাকে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

এর আগে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে ইসি। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এই সাক্ষাৎ পেতে চিঠি দেয় সংস্থাটি।

রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টায় এই সাক্ষাতের দিনক্ষণ ঠিক করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি
শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট নিলো এনসিপি
সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন রাঙামাটির নবাগত পুলিশ সুপার
সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন রাঙামাটির নবাগত পুলিশ সুপার
একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি