
		সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম অভিষেক হয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই করেন বাজিমাত। যদিও ইধিকার অভিনয় জীবন শুরু ছোট পর্দায়, প্রথমে ‘আরব্য রজনী’ এরপর রাজ চক্রবর্তীর ‘কপালকুন্ডলা’তে ‘মতিবিবি’র চরিত্রে অভিনয় করেন তিনি।
‘প্রিয়তমা’র সাফল্যের পর নড়েচড়ে বসেন টলিউড নির্মাতারা এরপর নির্মিত হয় ‘খাদান’, এ ছবিতেও ইধিকা কাজ করেন আরেক সুপারস্টার দেবের বিপরীতে, ‘প্রিয়তমা’র মতো খাদান দেখতেও হুমড়ি খেয়ে পড়েন দর্শক। গত ঈদুর ফিতরে আবারো এপার বাংলার দর্শকদের মন জয় করেন ‘বরবাদ’ দিয়ে। সম্প্রতি শেষ করেছেন ধ্রæব বন্দোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ সিনেমার কাজ, সামনের পূজায় মুক্তি পাবে ছবিটি। এ ছবিতেও ইধিকার বিপরীতে অভিনয় করেছেন দেব।
মন্তব্য করুন