
		পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর আলীর মৃত্যূ রহস্যের জন্ম দিয়েছে। পুলিশ তার ভাড়া করা ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করছে।জানা গেছে প্রায় দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়।খুন নাকি আত্মহত্যা জানা না যাওয়ার কারণইে এটা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এক মামলার সূত্র ধরে পুলিশ তার বাসায় যায়।কড়ানাড়ার পর অনেকক্ষণ সাড়া না মিললে দরোজা ভাঙ্গার পরে পুলিশ তার গলিত মৃতদেহ দেখতে পায়। হুমায়রা আসগর আলী সাত আট বছর ধরে এই ফ্ল্যাটে থাকতেন। এক বছর আগে থেকে তিনি ভাড়া দেয়া বন্ধ করে দেন।একারণে ভবনের মালিক মামলা করেন এবং পুলিশ এসে এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে।ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ছবি সহ ম্যাগাজিন,জাতীয় পরিচয়পত্র ও মোবাইল সিমও উদ্ধার করা হয়।
হুমায়রা আজগর রিয়েলিটি শো ‘তামাশাঘর’ এ অংশ নিয়ে পরিচিতি পান। ‘জালআইবি’ নামে একটা ছবিতেও অভিনয় করেছিলেন।খুন নাকি আত্মহত্যা এটা নিশ্চিত করতে পুলিশ কিছু সময় চেয়ে নিয়েছে।
মন্তব্য করুন