
		বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিলেন। সন্তানের মা-বাবা হয়েছেন তারা।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কিৎসকের কাছে গিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। সেখানে তাদের ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন পাপারাজ্জিরা। তবে বরাবরই সাবধনতার সঙ্গে হাসপাতালে প্রবেশ করেন সিদ্ধার্থ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। আর চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান। তারপর থেকেই তাদের প্রথম সন্তান জন্মের খবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবর আসে। জানা গেছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।
মন্তব্য করুন