মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

‘মনিকা’ গানে পূজা হেগড়ের ঝড়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম

সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কুলি’র দ্বিতীয় গান ‘মনিকা’ ইউটিউবে মুক্তির পর থেকেই দর্শক মহলে ঝড় তুলেছে। অনিরুদ্ধ রবিচন্দর এর সুর করা গানটিতে অভিনেত্রী পূজা হেগড়ের অনবদ্য নাচ এবং মালায়ালাম অভিনেতা সৌবিন শাহিরের চমকপ্রদ ক্যামিও পারফরম্যান্স গানটিকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সুবলাহশিনীর প্রাণবন্ত কণ্ঠ এবং আসাল কোলারের র‌্যাপের সাথে অনিরুদ্ধের সঙ্গীত এমন একটি পরিবেশ তৈরি করেছে যা মুক্তির পর থেকেই গানটিকে অন্যমাত্রা দিয়েছে। গানটির অনবদ্য কোরিয়গ্রাফী করেছেন স্যান্ডি।

‘মনিকা’ মুক্তির প্রথম দিনেই তামিল সংস্করণে কোটি ভিউ ছাড়িয়ে গেছে। তামিল ছাড়াও, তেলুগু, মালয়ালম, হিন্দি এবং এমনকি বাংলা ভাষাতেও গানটি প্রকাশ করা হয়েছে, ইউটিউবের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে এই গানটির বিশ্বব্যাপী প্রসার নিশ্চিত করা হয়েছে।

১৫ জুলাই ২০২৫ তারিখের তথ্য অনুযায়ী, সান টিভিতে প্রকাশিত ‘মনিকা’ লিরিক ভিডিওর তামিল সংস্করণটির ভিউ ১৬ মিলিয়ন (১.৬ কোটি) ছাড়িয়ে গেছে। এছাড়াও তেলেগু লিরিক ভিডিওটি ৫ মিলিয়ন (৫০ লাখ) এর বেশি ভিউ অর্জন করেছে।

গানটির এই বিশাল সাফল্য ‘কুলি’ ছবিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। তথ্যমতে, গানটি জনপ্রিয় ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচিকে ট্রিবিউট দিতেই তৈরি করা হয়েছে। ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ‘দেবা’, মজার বিষয় হলো মনিকা বেলুচির মেয়ের নামও ‘দেবা’।

লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন নাগার্জুন, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ, শ্র্রুতি হাসান। এছাড়া ছবিতে একটি ক্যামিও চরিত্রে আমির খানের থাকার কথা রয়েছে।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ‘কুলি’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল