
		জনপ্রিয় গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদের আজ জন্ম দিন। জন্মদিন নিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গানটাও তার সৃষ্টি যার শিরোনাম ‘আজ জন্মদিন তোমার’।
‘চাইম’ খ্যাত শিল্পী খালিদের প্রায় সবগুলো জনপ্রিয় গানের সুরকার এবং গীতিকার তিনি। এই তালিকায় আছে-‘আবার দেখা হবে’,‘হয়নি যাবার বেলা’,‘যদি হিমালয় হয়ে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তারে’ ইত্যাদি।
ব্যান্ডের গানের শিল্পীদের জনপ্রিয়তায় তিনি ভিন্নমাত্রা যোগ করেছেন। যেমন গায়ক হাসানের-‘এত কষ্ট কেন ভালোবাসায়’,‘এতদিন পরে প্রশ্ন জাগে’,জেমসের ‘বাবা ও মা’,আমার সোনার বাংলা’,বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার’,আইয়ুব বাচ্চুর-‘বেলা শেষে ফিরে এসে,’‘সুখ তুমি কী’ ছাড়াও আছে ‘মাটি হবো মাটি’ , ‘তুমি বরুনা হলে ’’ কিংবা ‘ভুবনডাঙ্গার হাসি’ ইত্যাদি।
প্রিন্সের শৈশব কেটেছে খুলনায়। ‘ও বন্ধু তোমায়’ খ্যাত ‘ব্লুজ’ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ছিলেন তিনি। পরে ‘ফ্রম ওয়েস্ট’ ব্যান্ডের সাথে জড়িয়ে ছিলেন। ফ্রম ওয়েস্ট এর একটা গানও আলোচিত হয়েছিল-‘রাজাকার আলবদর কিছুই রবে না রে/উপরে দালাল ভেতরে চোর কিছুই হবে না রে/সব রাজাকার ভাইস্যা যাইবো বঙ্গোপসাগরে!’
সিনেমার জন্যও গান করেছেন তিনি।‘ জিরো ডিগ্রি’, ’থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর’ ও ‘প্রিয়তমা’। তবে ‘প্রিয়তমা ’ছবির ‘ঈশ্বর’ গানটা খুব জনপ্রিয় হয়েছে।
মন্তব্য করুন