
		প্রকাশিত হয়েছে ফারজানা ওয়াহিদ সায়ানের নতুন গান-‘আমি জুলাই এর গল্প বলবো বন্ধু’। গানটির কথা লিখেছেন সায়ান, সুরও করেছেন তিনি।
সায়ান তার ফেসবুকে লিখেছেন-‘এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারো লড়াই সংগ্রামের শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয় এবং নির্লজ্জ্ব বেপরোয়া ক্ষমতালোভী শাসকগোষ্ঠির নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে। এই গান মানুষের বিজয়ের সেই জুলাই এর গল্প।’
গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
সায়ানের লেখা ও গাওয়া গানটির কয়েক লাইন এমন-
আমরা জুলাই এ আস্থা রেখেছি বন্ধু..
জুলাই আমার এই মাটিটার গল্প..
আমরা জুলাইকে বিক্রি করি না বন্ধু
কেউ কী কখনো নিজেকে বিক্রি করে?
মন্তব্য করুন