মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঠোটের সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপাকে উরফি 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:১২ পিএম

সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন উরফি জাভেদ। তবে এবার তার পোশাক কিংবা অদ্ভুত ফ্যাশন নয়, আলোচনার কারণ তার ফোলাভাবযুক্ত মুখ ও ঠোঁট। সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ও ছবি পোস্ট করে নিজেই জানালেন, কীভাবে ঠোঁটে দেয়া ফিলারস তাকে কষ্টে ফেলেছে এবং কী সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, একটি ভিডিওতে দেখা যায় উরফির ঠোঁট ও মুখ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। অনেকেই ভেবেছেন এটি অ্যালার্জি কিংবা কোনো শারীরিক অসুস্থতা।

তবে তিনি নিজেই জানিয়েছেন, এটি ঠোঁটের পুরনো ফিলারস অপসারণের প্রক্রিয়া। পুরনো ফিলারসগুলো ভুলভাবে বসানো হয়েছিল বলে মনে করেন তিনি। তাই সেগুলো ভাঙানোর সিদ্ধান্ত নেন এবং পুরো প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও সতর্ক করে দিয়েছেন ভক্তদের।

উরফি স্পষ্ট করে বলেছেন, এটা কোনো ফিল্টার নয়। আমি পুরনো ফিলারস ভাঙিয়ে ফেলছি, কারণ সেগুলো আমার মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করছিল। তবে আমি আবার ফিলার করাবো, তবে প্রাকৃতিকভাবে। ইনজেকশন পদ্ধতি দিয়ে নয়।

ভারতের ফোর্টিস হাসপাতালের ত্বক বিশেষজ্ঞ ডা. রেশমি শর্মা জানিয়েছেন, ঠোঁটের ফিলার যদি দক্ষ চিকিৎসকের মাধ্যমে ক্লিনিক্যাল সেটিংয়ে করানো হয়, তাহলে তা মোটেও ঝুঁকিপূর্ণ নয়। তবে অপসারণ বা ভাঙানোর সময় হায়ালুরোনিডেস নামক একটি এনজাইম ব্যবহার করা হয়, যা হায়ালুরোনিক অ্যাসিড ভেঙে দেয়। এটা কিছুটা যন্ত্রণাদায়ক হলেও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করলে নিরাপদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল