মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্যানিক অ্যাটাক হয়ে হাসপাতালে পরীমণি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

চিত্রনায়িকা পরীমণি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২১ জুলাই) রাত থেকে বুকের ব্যথা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়। পরীমণি নিজেই তার অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছেন।

পরীমনির স্বাস্থ্য জটিলতার পেছনে রয়েছে মানসিক ধাক্কা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পরী জানিয়েছেন, রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া শিশুদের ছবি দেখে তিনি প্রচণ্ড মানসিক আঘাত পান। ছোটবেলা থেকেই আগুনের ভয় বা ট্রমা তাঁর মধ্যে ছিল, যা নতুন করে আবার তীব্রভাবে ফিরে আসে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার কিছু প্রয়োজনীয় মেডিকেল টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানি হয়েছে। ঘটনাটি গোটা দেশকে শোকাহত করে তুলেছে। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, যার মধ্যে পরীমনিও একজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল