মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

অভিনেত্রী মৌ শিখার আক্ষেপের জবাব দিলেন মনিরা মিঠু

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

কাজ কমে যাওয়ায় আক্ষেপ করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন নাটকের পরিচিত মুখ মৌ শিখা। গত আড়াই মাসে কাজের পরিমাণ কমে যাওয়ায় হতাশা এবং অনিশ্চয়তা থেকে তিনি এই পোস্ট দেন।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন মৌ শিখা। এখন মূলত মায়ের ভূমিকায় অভিনয় করেন। কয়েক মাস আগেও নিয়মিত ক্যামেরার সামনে কাজ করতেন তিনি কিন্তু হঠাৎ ছন্দপতন।

মাসজুড়ে কাজের ব্যস্ততায় কাটতো তাঁর দিন, কিন্তু এখন আর তেমন কেউ ডাকছেন না এ বিষয়ে পোস্টে মৌ শিখা লেখেন- ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে গত আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে। হঠাৎ কেন কাজ কমে গেল? কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না,তাঁদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব না এমন মনে করছেন কেন? আমি তো আমার সম্মানী বাড়াইনি’।

স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়লে জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু মৌ শিখার সাথে একটি ছবি শেয়ার করে তার ব্যক্তিগত ওয়ালে লেখেন- ‘ভয় নেই শিখা, আমরা দুজন মিলে চায়ের টং দোকান দেবো। আমাদের হাতে সবাই চা, কফি, বিস্কিট খেতে চাইবে। লম্বা লাইন ধরে সবাই খাবে। ’

মনিরা মিঠু একই সাথে মৌ শিখাকে কাজে নেয়ার অনুরোধও জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল