মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফের মঞ্চে জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:২৫ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম

দেশের অন্যতম নাট্যদল জাগরণী থিয়েটার সম্প্রতি মঞ্চে এনেছে তাদের ২১তম প্রযোজনা নতুন নাটক ‘কাদামাটি’। অনিকেত পালের রচনায় নাটকটি নিদের্শনা দিয়েছেন দেশের বরেণ্য নাট্যজন দেবাশীষ ঘোষ। একক প্রযোজনার এই নাটকটিতে অভিনয় করেন স্মরণ সাহা। দলসুত্রে জানা গেছে আগামী ২ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭-১৫ মিনিটে বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে।

দেবাশীষ ঘোষ নির্দেশিত এবং স্মরণ সাহার একক অভিনয়ের ‘কাদামাটি’ নাটকটির সেট ও লাইট পরিকল্পনায় পলাশ হেনড্রী সেন, আবহ্ সঙ্গীত রামিজ রাজু, পোষ্টার ডিজাইন সোয়েব হাসনাত মিতুল, প্রক্ষেপণ শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা, ব্যবস্থাপক, বিশ্বজিৎপাল (গৌরাঙ্গ), মঞ্চ ব্যবস্থাপক বাহারুল ইসলাম বাহার। নাটকটির প্রযোজনা অধিকর্তা আজিমউদ্দিন।

‘কাদামাটি’ নাটকে তুলে ধরা হয়ে পরম এক বাস্তবতার চিত্র। মানুষের জীবনের শেকড়ের ফেরার যে চিরন্তন তাগিদ এবং পরম বাস্তবতায় না ফেরার কষ্ট নিয়ে বেঁচে থাকার প্রচেষ্টার গল্প। জীবন জীবিকার তাগিদে কিংবা নিজের ইচ্ছে পূরণের ইচ্ছায় কিংবা দৃঢ় মনোবল নিয়ে মানুষ যখন নিজের শিকড় ছেড়ে পাড়ি জমায় অন্যকোন মাটিতে, ‘কাদামাটি’ তাদের গল্প। এটাকে ঠিক গল্প বলা যাবেনা। এটি একটি অনুভূতি এক মহাকাব্য। যা পাড়ি দেয়া মানুষগুলোর বাস্তবতারগল্প। এটি দুঃখ কিংবা সময়ের একাকিত্বের গল্প। কাদামাটির মানুষটির চারিপাশে যদিও হাজার হাজার মানুষ, তবুও একসময় না এক সময় বড্ডো একা মনে হয় শিকড় ছাড়া মানুষটার। এই এত বড় বড় আলোক ঝলমলে ভবনগুলো যেন গুম করে ফেলছে তাকে, কেউ যেন তাকে দেখছেনা কিংবা অনুভব করছেনা।

এখানে সবাই যেন তার নিজের মধ্যেই হারিয়ে যেতে চায়। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক সময় নিজের পরিচয়টা খুঁজে পাওয়া যায়না। কিন্তু নিজের শিকড় যখন গাঁথা হয়ে যায় অন্য মাটিতে তখন এই শিকড়ের জন্যই ফিরে যাওয়া হয়ে ওঠেনা তার নিজের মাটিতে। কিন্তু সময়ের বিবর্তনে মন ফিরে যেতে চায় নিজের শিকড়ের ভূমিতে। সেই কাদামাটিতে, নিজের জন্মভূমিতে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। যে কাদামাটিতে হাঁটি হাঁটি পা পা করে বড় হওয়া সেই কাদামাটির সোঁদা গন্ধ এখনো তার গায়ে লেগে আছে, তাকে ভোলে কিভাবে। কিন্তু বাস্তবতা হলো শিকড়ে আর ফিরে যাওয়া হয়ে উঠেনা তার।

যুগে যুগে মানুষের জীবনে তাই ঘটে। মানুষ প্রতিটি মুহুর্তে নতুন শিকড় তৈরি করে। জীবনকে নতুন করে গড়ে তোলে। সত্যি এটাই জীবনের মূল কখনো একটি জায়গায় আটকে থাকেনা। বরং এটি ক্রমাগত পরিবর্তিত হয় প্রতি মুহুর্তে। তারপরেও এক সময় পথের শেষে মানুষ দাঁড়িয়ে থাকে নতুন এক দিগন্তের আশা নিয়ে। এভাবেই এগিয়ে যায় ‘কাদামাটি’ নাটকের গল্প।

প্রসঙ্গত গত ৪ জুলাই ‘কাদামাটি’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এবার নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে। এখন থেকে নিয়মিতই নাটকটির মঞ্চায়ন হবে বলে জানয়েছে জাগরণী থিয়েটারের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল