
		অ্যামাজন এমজিএম এর বহু প্রতীক্ষিত সাবমেরিন থ্রিলার ‘সাবভার্সন’ এ যোগ দিলেন ব্রিটিশ অভিনেত্রী লিলি জেমস। এ ছবিতে তিনি হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে জুটি বাঁধছেন। প্যাট্রিক ভোলরাথ পরিচালিত চলচ্চিত্রটির শুটিং শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে।
অ্যান্ডু ফার্গুসনের চিত্রনাট্যে ‘সাবভার্সন’কে ‘ডাই হার্ড অন এ সাবমেরিন’ স্টাইলের থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে। গল্পে দেখা যাবে এক সময়ের প্রতিশ্রুতিশীল নৌ কমান্ডার (ক্রিস হেমসওয়ার্থ) একটি কার্টেল-সদৃশ সংগঠনের ব্লাকমেলের শিকার হয়ে অবৈধ পণ্য নিয়ে আন্তর্জাতিক জলসীমা পেরোতে একটি বিপজ্জনক সাবমেরিন চালাতে বাধ্য হন।
লিলি জেমসকে ছবিতে একজন কোস্ট গার্ড অফিসারের ভূমিকায় দেখা যাবে যিনি হেমসওয়ার্থের চরিত্রকে ধাওয়া করছেন। এক উচ্চ ঝুঁকির ইঁদুর-বিড়ালের খেলায় কমান্ডারকে সাবমেরিনের ভেতরে ও বাইরে উভয় দিকের বিপদ মোকাবিলা করে অবরোধ এড়িয়ে চলতে হবে। লরেঞ্জো ডি বোনাভেঞ্চুরা ছবিটি প্রযোজনা করছেন এবং স্টিফেন শেফার ও গ্রেগ কোহেন ডি বোনাভেঞ্চুরা পিকচার্সের ব্যানারে নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন।
লিলি জেমসকে সম্প্রতি ডেভিড ম্যাকেনজির থ্রিলার ‘রিলে’তে রিজ আহমেদ এর বিপরীতে দেখা গেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ২৫শে আগস্ট মুক্তি পাবে। এছাড়াও বাম্বল প্রতিষ্ঠাতা হুইটনি উলফ হার্ডের জীবন অবলম্বনে নির্মিত ‘সুইপড’ ছবিতে তিনি অভিনয় করেছেন এবং তার নিজস্ব প্রযোজনা সংস্থা প্যারোডোস পিকচার্সের মাধ্যমে এটি প্রযোজনাও করেছেন।
মন্তব্য করুন