
		দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’। সুমন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল (১ আগস্ট)। ইতিমধ্যেই টলিউড সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে ছবিটি। বাংলা সাহিত্যের অন্যতম সেরা এই উপন্যাসটির ৯০তম বর্ষপূর্তিতে এমন একটি চলচ্চিত্র দর্শকদের সামনে আসা এক বিশেষ তাৎপর্য বহন করছে।
ছবিতে কুসুমের ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেত্রী জয়া আহসানকে, শশীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং কুমুদের চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।
পরিচালক সুমন মুখোপাধ্যায় এই ছবির চিত্রনাট্যে মূল উপন্যাসকে অনুসরণ করলেও গল্পের পটভূমিকে কিছুটা এগিয়ে এনেছেন। ১৯৩০ এর দশক থেকে ১৯৪০ এর দশকের গোড়ার দিকের সময় কালকে তিনি অত্যন্ত যত্নের সাথে পর্দায় তুলে ধরেছেন। সূত্রমতে নির্মাতা তাঁর বাবা অরুণ মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’-র নাট্যরূপ থেকেই এই ছবিটি বানানোর অনুপ্রেরণা পেয়েছেন। ২০০৮ সাল থেকে ছবিটির ভাবনা তাঁর মাথায় ছিল যা অবশেষে আলোর মুখ দেখছে।
ছবিটির শুটিং শেষ হয়েছিলো অনেক আগেই এবং এটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। জনপ্রিয় এই উপন্যাসটি পর্দায় কতটা সফলভাবে দর্শকদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
মন্তব্য করুন