মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ছুটির দিনে ‘বৈশাখী ফোক’ এ গাইবেন ইসরাত জাহান জুঁই-সাথী খান 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০২:৪৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম

দর্শকপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘বৈশাখী ফোক’। অনুষ্ঠানের প্রায় প্রতি পর্বে চমক নিয়ে হাজির হোন দেশের প্রতিভাবান শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার আগষ্ট মাসের প্রথম ছুটির দিনে বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই। তার সাথে গাইবেন সাথী খান। ১ আগস্ট শুক্রবার রাত ৮-৩০ মিনিটে অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন শিল্পীদ্বয়। তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। অনুষ্ঠানের প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ।

অনুষ্ঠান প্রসঙ্গে জাহান জুঁই ও সাথী খান বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাদের গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে তাদের ভালো লাগা কিছু গান গাইব। থাকবে জনপ্রিয় কিছু ফোক গান। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমরা স্বার্থক, বলেন দুই শিল্পী।

বৈশাখীর সকালের গান : বৈশাখী টিভি আরেক অনুষ্ঠান বৈশাখীর সকালের গানে অংশ নেবেন দেবলীনা সুর। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি ১ আগষ্ট শুক্রবার সকাল ৮-২০ মিনিটে প্রচার হবে। এই অনুষ্ঠানটিরও প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ। অনুষ্ঠানে এদিন প্রচার হবে এ শিল্পীর গাওয়া ৯টি গান।

স্যান্ডালিনা গ্ল্যামার গাইড : বৈশাখী টিভির তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার গাইড ১ আগষ্ট শুক্রবার রাত ৮টায় প্রচার হবে। আলমগীর রাসেলের প্রযোজনায় গ্ল্যামার গাইড উপস্থাপনা করেছেন তমা রশিদ। বিশ্বের বিনোদন জগৎ আর সেলিব্রেটিদের নিয়েই সাজানো হয়েছে এ অনুষ্ঠান। ঢালিউড, বলিউড, হলিউডে ঘটে যাওয়া সপ্তাহের নানান ঘটনা গ্ল্যামার গাইড অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়। থাকে নতুন ছবির খবর, সুপার সেলিব্রেটিদের প্রেম, রোমন্স, বিয়ে, বিচ্ছেদসহ নানান খবর, সপ্তাহের টপচার্ট। এছাড়াও থাকছে রূপালী জগতের মজার মজার সব খবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল