মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
নির্মম এক শত্রুর আগমন

জমজমাট ট্রেলার ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

জেমস ক্যামেরন মানেই যেন চমক। তাইতো বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি দর্শক জেমস ক্যামেরনের নতুন নতুন সৃষ্টি দেখার অপেক্ষায় থাকেন। এ কথা বলার অপেক্ষা রাখেনা যে জেমস ক্যামেরনের মহাকাব্যিক সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম ‘অ্যাভাটার’। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরছে মহাকাব্যিক এই সিরিজের তৃতীয় পর্ব ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’। এটাও পুরোনো খবর। তবে নতুন খবর হলো সম্প্রতি ভাটার সিরিজের তৃতীয় কিস্তির ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে জমজমাট এক গল্পের আভাস পাওয়া গেছে।

অ্যাভাটার’এর নতুন এই পর্ব আগের পর্বগুলোর চেয়েও অনেক বেশি আবেগঘন ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে । এই পর্বে আবারও দর্শককে প্যান্ডোরার রহস্যময় জগতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে ভাসমান পর্বতমালা ও জ্যোতির্ময় অরণ্যের সৌন্দর্যে শুরু হলেও খুব দ্রুতই গল্প মোড় নেয় সংঘর্ষের দিকে। এবার প্যান্ডোরার আদিবাসী গোত্রগুলোর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হতে চলেছে।গল্পের কেন্দ্রে এবারও রয়েছে স্যাম ওয়ার্দিংটন অভিনীত জ্যাক সুলি, জো সালদানা অভিনীত নায়তিরি ও তাদের পরিবার। কিন্তু তাদের শান্তিপূর্ণ জীবনে এবার হানা দিচ্ছে নতুন এক হুমকি। তিনি ছাই গোত্রের নেত্রী ভ্যারাং। একটি দুর্দান্ত ও নির্মম নাভি গোষ্ঠীর নেতৃত্ব দেন তিনি। যারা অতীতে ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে গেছে।

পরিচালক জেমস ক্যামেরনের ভাষায়, ভ্যারাং এমন একজন নেত্রী যিনি নিজের জাতির জন্য সবকিছু করতে প্রস্তুত। এমনকি তা যদি আমাদের চোখে অমানবিকও মনে হয়। ট্রেলারে দেখা যায়, জ্যাক দ্বিধা ও যুদ্ধের ভয়ে কাঁপছেন। আর নায়তিরি তাকে তার পূর্বপুরুষদের শক্তি ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দিচ্ছেন। এমন সময় নতুন এক গোত্রের আবির্ভাব ঘটে। তারা বায়ু বণিক। আকাশপথে চলাফেরা করে। যুদ্ধের আশঙ্কায় জ্যাক ও তার পরিবার এবার মেটকায়িনা গোত্রের সঙ্গে একজোট হয়ে ভ্যারাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ সিনেমায় আরও অভিনয় করেছেন সিগোরনি উইভার, স্টিফেন ল্যাং, উনা চ্যাপলিন, ক্লিফ কার্টিস, ব্রিটেন ড্যালটন, ট্রিনিটি ব্লিস, জ্যাক চ্যাম্পিয়ন, বেইলি ব্যাস এবং কেট উইন্সলেট।চিত্রনাট্য লিখেছেন জেমস ক্যামেরন, রিক জাফা ও অ্যামান্ডা সিলভার। কাহিনিতে যুক্ত ছিলেন জশ ফ্রিডম্যান ও শেইন সালার্নোও। এই সিনেমাটি চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে। একইদিনে সিনেমাটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি দেয়ার পরিকল্পনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
পদাতিক নাট্য সংসদ এর নতুন নাটক আলিবাবা এবং চল্লিশ চোর
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল
বিস্ফোরক যে মন্তব্য করে আলোচনায় পরেশ রাওয়াল