
		‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেব-শুভশ্রীর একসঙ্গে উপস্থিত হওয়ায় অবাক করেছে ভক্তদের প্রায় এক দশক পর আবার একসাথে দর্শকদের সামনে এলেন টলিউডের প্রিয় জুটি দেব এবং শুভশ্রী। মঞ্চে দেব-শুভশ্রী ছাড়াও ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীতশিল্পী অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ঈশান মিত্র।
দেব ও শুভশ্রীর শেষ কাজ ছিল বহু আলোচিত ‘ধূমকেতু’ সিনেমা। শুটিং শেষ হলেও নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পর তারা আর একসঙ্গে কাজ করেননি। তবুও, তাদের জুটির প্রতি দর্শকের ভালোবাসা কখনও ফিকে হয়নি। সেই স্মৃতি জাগিয়ে আবার সামনে এলেন তারা একই মঞ্চে, একসঙ্গে হাজির হয়ে।
টলিপাড়ার জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে এসেছে ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার। আর তাকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে উঠে আসে ‘ধুমকেতু’র পেছনের গল্প, সৃষ্টি-প্রক্রিয়ার নানা মুহূর্ত। অনুপম রায় ও ঈশান মিত্র মঞ্চ মাতিয়ে তোলেন গানে গানে।
মন্তব্য করুন