
		এস.এস. রাজামৌলি পরিচালিত এবং মহেশ বাবু অভিনীত বহুল প্রতীক্ষিত নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ করা হবে আগামী নভেম্বরে। সম্প্রতি নির্মাতা রাজামৌলি নিজেই এই ঘোষণা দিয়েছেন। শনিবার মহেশ বাবুর জন্মদিনে তিনি একটি বিশেষ পোস্টের মাধ্যমে এই খবরটি জানান।
সামাজিক মাধ্যমে রাজামৌলি লিখেছেন- ‘ভারত ও সারা বিশ্বের সিনেমাপ্রেমী এবং মহেশ বাবুর ভক্তদের জন্য আমরা ছবির শুটিং শুরু করেছি এবং আমরা আপনাদের আগ্রহকে সম্মান জানাই। তবে এই ছবির গল্প এবং ব্যাপ্তি এতটাই বিশাল যে শুধুমাত্র কিছু ছবি বা প্রেস কনফারেন্সের মাধ্যমে এর সঙ্গে সুবিচার করা সম্ভব নয়’।
নির্মাতা আরো জানান- তারা এমন কিছু তৈরি করছেন যা ছবির গভীরতা এবং এর এক অনবদ্য জগতকে তুলে ধরবে। তিনি প্রতিশ্রুতি দেন এই প্রকাশটি হবে আগে কখনো দেখা যায়নি এমন একটি চমক। রাজামৌলি তার ভক্তদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এই ঘোষণার পর মহেশ বাবুও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবির একটি পোস্টার শেয়ার করেন এবং লেখেন- ‘সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, ঠিক যেমন আপনারা করছেন, নভেম্বরের জন্য’। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি আপাতত ‘এসএসএমবিটুনাইন’ নামে পরিচিত। জানা গেছে ছবিটি একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের, যেখানে ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর মিশেল থাকবে। ছবির একটি বড় অংশের শুটিং হয়েছে ওড়িশায়। মহেশ বাবু ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন।
সব ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে ছবিটি।
মন্তব্য করুন